কুশিঘাটে সুরমা নদীতে নিম ও কাঁটা ফেলে প্রতিবন্ধকতা, মৎস্য শিকার ও নৌকা চলাচলে ব্যাঘাত

সিলেটের কুশিঘাট, আলমপুর, হবিনন্দী ও কুচাই এলাকা সংলগ্ন সুরমা নদীতে অবৈধভাবে নিম ও গাছের কাঁটা লাগিয়ে অবৈধভাবে কিছু সংখ্যক অমৎস্যজীবী ব্যক্তি মাছ শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপরোক্ত এলাকার প্রকৃত মৎস্যব্যসায়ীরা সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করেছেন। মৎস্যজীবীদের অভিযোগ কুশিঘাটের মৃত চান মিয়ার ছেলে মো. ফজলু মিয়া ওরফে ছস মিয়া তার সহযোগী কুচাই এলাকার জাহের মিয়াকে নিয়ে সুরমা নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রকৃত মৎস্যজীবীদের মৎস্য শিকার ও নৌকা চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে যাচ্ছেন। তাদের সাথে হাত মিলিয়ে দুন্দা … Continue reading কুশিঘাটে সুরমা নদীতে নিম ও কাঁটা ফেলে প্রতিবন্ধকতা, মৎস্য শিকার ও নৌকা চলাচলে ব্যাঘাত